পারভীন আকতার
মেয়ে আমার রেহনুমা
খায় ভাতে আলু,
আলু কিনতে ধপাস পড়ে
ভাঙ্গল আমার ফালু!
প্রতিদিন ফুসকা খাবে
আলু ভর্তা চায়,
ঘরে দেখি ফাঁকা আলু
একটিও আর নাই!
কেঁদে কেঁদে সারা বাড়ি
তুলছে মেয়ে মাথায়,
আমি এখন মহাবিপদে
আলু পাবো কোথায়?
সস্তা আলুই মধ্যবিত্ত খায়
অমৃত খুঁজে পায়,
সেই আলুকে সিন্ডিকেটে
দাম বাড়াল হুদাই।
বড়লোকের ফ্রেঞ্চ ইস্টিক
গরম আলু ভাজা,
নিম্নবিত্ত মেটায় ক্ষুধা নুনে
করে পেট তাজা!
আলু তুমি সবজি সেরা
সবারই তাই পছন্দ,
দোহাই লাগে দাম কমাও
ফিরাও আলুর ছন্দ।
আলুই জীবন আলুই মরণ
আলু ছাড়া চলেই না,
মেয়ে আমার কই না কথা
আলু দিলো বেদনা!