কে এম ইউসুফ (হাটহাজারী) :
হাটহাজারী পৌর এলাকার পশ্চিম দেওয়ান নগর সন্দ্বীপ পাড়া এলাকার সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন প্রকৃতি যুব সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এতে সংঘের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নাজিম উদ্দীনকে সভাপতি ও মোঃ রফিকুল ইসলাম বাদশাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু, সমাজ কল্যাণ সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দ্বীন মোহাম্মদ সাজু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইফতিয়াজ জনি, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক আলাউদ্দিন পিয়ারু, দপ্তর সম্পাদক মোঃ রাকিব।
প্রকৃতি যুব সংঘের আহ্বায়ক মোঃ শাওন শেখ, সহকারী নির্বাচন কমিশনার মোঃ হারুন, সদস্য সচিব মোঃ লোকমান সহ আহ্বায়ক কমিটির সকল সদস্য বৃন্দ ঘোষণাকালে উপস্থিত ছিলেন।