শহিদুল ইসলাম শৈশব, টংগী (গাজীপুর) :
আজ সকাল ১১ টা ৯ মিনিটে শুরু হয়ে ১১টা ৪৬ মিনিট সময় শেষ হয় ৫৫ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত। দীর্ঘ ৩৭ মিনেটের সময় পুরো ইজতেমা ময়দানজুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। কিছুক্ষণ পর পর আল্লাহু আমিন আল্লাহু আমিনে মুখরিত পুরো টংগী নগরী। মোনাজাতের সময় ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকাজুড়ে জনসমুদ্রে পরিনত হয়। গাজীপুর মেট্রো পলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অব্যাবস্থাপনায় সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং থাকায় সড়কে বসতে চরম ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। উপস্থিত মুসল্লিরা জানান, পূর্বের ১ যুগের ন্যায় এতো মুসল্লী ইজতেমায় অংশ গ্রহণ করেনি।
ইজতেমায় আখেরী মোনাজাত পরিচালনা করেন, কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ করেন দেশ ও সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন, মানুষের মাঝে ইমান ও হেদায়েত দান করেন, এই ইজতেমাকে কবুল করেন, ইজতেমায় সকল মুসল্লীর গোনাহ মাফ করে দেন, সকল মুসলিমের মোনাজাত কবুল করে নেন। হে আল্লাহ আমাদের আখেরাতের দিন সকল গোনাহ ক্ষমা করে দেন। হে আল্লাহ আমাদের নবীর সাফায়েত দান করেন, হে আল্লাহ আমাদের ঈমানকে শক্ত করে দেন, আমাদের সবার মাঝে ঈমানকে মজবুত করে দেন, হে আল্লাহ আমাদের আখলাক কে হেফাজত করার তৌফিক দান করেন, হে আল্লাহ সয়তানের হাত থেকে আমাদের মুক্ত করেন, বেলা ১১টা ৪৬ মিনিটে আমিন আমিন ধব্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকা। মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৫ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের।
ইজতেমার মোনাজাতের পুর্বে বাদ ফজর বয়ান করেন মাওলানা আব্দুর রহমান (মুম্বাই) ও হেদায়েতুল বয়ান করেন মাওলানা জিয়াউল হাসান (পাকিস্তান) ওলামাদের বয়ান করেন ইব্রাহিম দেওলা (ভারত) বয়ানে মুসলিম ভাইদের উদ্দেশ্য বলেন, আপনারা যদি আখেরাতে শান্তিময় জীবন চান তাহলে আল্লাহর দলে দলে তাবলীগে যোগ দিন। এই দুনিয়া স্থায়ী নয় আসল দুনিয়ার কথা চিন্তা করাই প্রতিটি মুসলমানদের জন্য উত্তম।
ইজতেমায় আরো তিন মুসল্লীর মৃত্যু
এরা হলেন, নুরু ইসলাম (৬০) দুলদিয়া বাজার গ্রামের কটিয়াদি থানার কিশোরগঞ্জ জেলার পীর বক্সের ছেলে। আলী আহমেদ (৬১) করাচিপাড়া গ্রামের টেকনাফ থানার কক্সবাজার জেলার মোছম আলির ছেলে। আব্দুল মমিন(৫৫) হাটখোলা গ্রামের পাচবিবি থানার জয়পুরহাট জেলার জমির উদ্দিনের ছেলে। এই নিয়ে ইজতেমায় তিন দিনে ১২ মুসল্লীর মৃত্যু হয়েছে।