শ্রীনগর(মুন্সীগঞ্জ)উপজেলা সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে জাতীয় পার্টির নেতা আবুল হোসেনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা এই জরিমানা করেন।
শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি আবুল হোসেন দেউলভোগ বাজার ও সাব রেজিষ্ট্রি অফিসের মাঝামাঝি সরকারী রাস্তা দখল করে ভবন নির্মান শুরু করে। উপজেলা ভূমি অফিস বেশ কয়েকবার মৌখিকভাবে সর্তক করলেও সে কোন কর্ণপাত না করে উল্টো জনসাধারণের ব্যবহার্য সরকারী রাস্তা আরো বেশী দখল করে ভবন নির্মান শুরু করে। এসময় তিনি ভবনের বিপরীত পাশের সরকারী জায়গাও অবৈধভাবে দখলে নেয়। রোববার বিকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিগার সুলতানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আবুল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং সরকারী জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।