আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
সিন্দুকছড়ি বিভিন্ন পুজা মন্ড়প পরিদর্শন করেছেন গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমার নেতৃত্বে প্রতিনিধিদল।
২৫শে অক্টোবর রবিবার শারদীয়া দুর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ির রাধা গোবিন্দ মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শনে যান গুইমারা উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলে ছিলেন গুইমারা উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ আইয়ুব আলী মেম্বার সহ সভাপতি সমীরন পাল সিন্দুকছড়ি আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেদাক মারমা গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। পরিদর্শন কালে মেমং মারমা বলেন সম্প্রীতির বন্ধন অটুট রেখে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে শারদীয় দুর্গোৎসব পালন করার আহবান জানান এবং ২৯৮ নং পার্বত্য খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি ‘র পক্ষ থেকে পুজা মন্ড়পের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।