অশোক দাশ, সীতাকুণ্ড:
সীতাকুণ্ডে ইপসার উইশ টু এ্যাকশন প্রকল্পের ক্লাষ্টার ম্যানেজমেন্ট কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর)ইয়ং পাওয়ার ইন স্যোসাল এ্যাকশন এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অফিসার লুৎফুন্নেছা বেগম, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক মেডিকেল অফিসার জনাব ডাঃ প্রীতম চক্রবর্তী, মেডিকেল অফিসার (গাইনী) জনাব ডাঃ জেসমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উইশ টু এ্যাকশনের কর্মকর্তারা ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে তাদের প্রকল্পের কার্যক্রম তুলে ধরে জানান, ১৫-৪৯ বছর বয়সী প্রতিবন্ধী নারী, প্রতিবন্ধী কিশোরী ও প্রতিবন্ধী সক্ষম দম্পতিদের মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিও পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সেবা গ্রহণের চাহিদা সৃষ্ঠির পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবা এবং নিরাপদ মাতৃত্ব সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেকসই উন্নয়নের জন্য সংগঠন-ইপসা-ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন কর্তৃক উইশ টুএ্যাকশন (উইমেনস ইন্টি গ্রেটেড সেক্সুয়াল হেলথ) প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।