শাহাদাত হোসেন শাহীন: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি:
ফ্রান্সে মুসলমানদের জীবনের চাইতেও প্রিয়, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্ব কালের সর্বশেষ্ঠ নেতা, প্রিয় নবী হযরত মুহাম্মদ ( স:) এর ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার, বিজয়পুর ইউনিয়নের, সাওড়াতলী পূর্ব পাড়ার জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে সাধারণ মুসল্লিদের নিয়ে মসজিদের খতিব হযরত মাও. নজরুল ইসলামের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়। এতে মসজিদের সকল মুসল্লিগণ অংশ গ্রহন করেন। প্রতিবাদ মিছিলে ফ্রান্সের পণ্য বয়কট সহ, দেশটির বিরুদ্ধে নানা রকম শ্লোগান দেওয়া হয়। বিক্ষোভ শেষে মুসল্লিদের নিয়ে আবেগ কন্ঠে মুনাজাত পরিচালনা করেন মাও. নজরুল ইসলাম।