1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিস্তা নদীর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে বামতীরে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঃগঞ্জের খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণে এস. আলম রাজীব সিআইপি মনোনীত হলেন রাউজানের নজরুল ইসলাম সিরাজদিখানে অঙ্গীকারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও  সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন সাইবার ইউজার দলের উদ্যেগে জামালপুর সরিষাবাড়িতে ৩১ দফা প্রচার মাগুরায় জামায়াতে ইসলামীর উপজেলা দ্বায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত। মোঃ সাইফুল্লাহ ; মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরায় একশত রাউন্ড গুলি ও স্লাইপার বাইনোকুলার উদ্ধার! আটক- ৫ চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে হাইওয়ে পুলিশের  টোকেন বাণিজ্য,   পথে পথে চাঁদাবাজি বন্ধ না করলে আন্দোলন করবে চালকরা ঠাকুরগাঁওয়ে প্রাক্ বড়দিন উদযাপন ! মুন্সীগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা নিয়ে দিনব্যাপী কর্মশালা

তিস্তা নদীর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে বামতীরে মানববন্ধন

লাভলু শেখ, লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ১৩৪ বার

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আহবানে তিস্তা নদীর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় ঘন্টা ব্যাপী বামতীরে বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে একই সময় নদীর ডানতীরের
বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

তিস্তা রেলওয়ে সেতু ও সড়ক সেতু মাঝের বাঁধে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি এস এম শফিকুল ইসলাম কানু, সহসভাপতি এ্যাডঃ চিত্তরঞ্জন রায় মন্টু, সাধারণ সম্পাদক বাদশা আলম, বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক কর্মী মাখন লাল দাস, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত জহুরুল ইসলাম, আব্দুল খালেক, গোলাম মাওলা প্রমুখ। এছাড়াও মানববন্ধনে আরশী নগর বাংলাদেশের শিল্পী শরিফা খাতুন তিস্তা নদীর উপর দুটি ভাওয়াইয়া গান পরিবেশন করেন।
মানববন্ধনে বক্তাগণ তিস্তা মহাপরিকল্পনা হাতে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এ সময় বক্তাগণ আরও বলেন, খরা, বন্যা ও নদী ভাঙ্গনে তিস্তা পাড়ের মানুষ দিশে হারা। নদী ভাঙ্গনের ফলে তিস্তা নদীর প্রস্থ ৫ থেকে ৮কিলোমিটার কোথাওবা তারও বেশি। ফলে দুই পাড়ে লাখ লাখ মানুষ আবাদী জমিসহ বাড়ি ভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তিস্তা নদী দ্বারা ২ পাড়ের মানুষ বর্ষাকালে বন্যায় এবং গ্রীষ্মকালে পানির অভাবে চাষাবাদ করতে পারে না। অপর দিকে তিস্তার উজানে ভারত এক তরফাভাবে পানি প্রত্যাহার করায় নাব্যতা না থাকায় তিস্তা এখন মরা খালে পরিনত হয়েছে।
প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনায় গৃহীত ‘তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পূর্নরুদ্ধার’ প্রকল্পে আওতায় তিস্তা নদীগর্ভে ড্রেজিং, পাড় সংস্কার ও বাঁধানো এবং ভূমি পনুরুদ্ধার করা হবে।

তাছাড়াও এই প্রকল্পের আওতায় বাঁধ মেরামত করা হবে। নদী ড্রেজিং, অবকাঠামো নির্মানের
ফলে বন্যা নিয়ন্ত্রণ, গ্রীষ্মকালে পানির সংকট দূর ও নদী ভাঙ্গন প্রতিরোধ হবে। তিস্তা থেকে সৃষ্ট শাখা নদী ও অন্যান্য নদীগুলোতে ড্রেজিং ও পাড় নির্মাণ করে পানি প্রবাহ সঠিক রাখা ও কৃষিকাজে ভূগর্ভস্থ পানির পরিবর্তে নদীর পানি ব্যবহার যাবে।
এই মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দোয়ানী, নিজ গড্ডীমারী, ধুবনী, পারুলীয়া, ডাউয়াবাড়ী, হলদীবাড়ি, কিশামত নোহালী। কালীগঞ্জ উপজেলার ভোটমারী, হাজিরহাট, কাকিনা, আউলিয়ারহাট, বাগেরহাট, মহিপুর সেতু।
আদিতমারী উপজেলার মহিষখোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি, রাজপুর ও
গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সেতু সংলগ্ন এলাকাসহ নদী তীরবর্তী বিভিন্ন স্থান হাজার হাজার নারী-পুরুষ স্বতঃস্পুর্তভাবে মানববন্ধনে অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম