মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতাঃ
মীরসরাইয়ে দুইটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন, ২০১০ এর বিভিন্ন ধারায় ৫ হাজার ২শত টাকা জরিমানা করা হয়। রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বড়তাকিয়া বাজারে আবুল কাশেম রাইচ স্টোরকে ৩হাজার টাকা, শাহাজান স্টোরকে ২ হাজার টাকা এবং করোনা ভাইরাস থেকে সচেতন করার লক্ষ্যে মাক্স ব্যবহার না করায় সেলিম স্টোর এর মালিক মোহাম্মদ সেলিমকে ২০০ টাকা জরিমানা করা হয়।
এই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা ও পাট অধিদপ্তরের চট্টগ্রাম জেলার
পরিদর্শক মুহাম্মদ বাবুল সহ মীরসরাই উপজেলা প্রশাসন ও মীরসরাই থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মীরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা।