মোঃসাইফুল ইসলাম, কুমিল্লা :
‘জিতবে মানবতা হাসবে দেশ, গড়ব মোরা সোনার বাংলাদেশ’স্লোগানে প্রতিষ্ঠিত সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসের আলোর উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোটে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার জোড্ডা ইউপি’র ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোড্ডা আলিম মাদ্রাসায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ২২০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোড্ডা আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ওমর ফারুক লিটন। বিশেষ অতিথি ছিলেন ময়ুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, কবি ও সাংবাদিক তাজুল ইসলাম।
দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুসের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার আকমত আলী, ইসহাক, খোরশেদ আলম, আফজাল হোসাইন মিয়াজী,সাংবাদিক সাইফুল ইসলাম, কাইয়ুম, অলি, মুকুল মজুমদার, আব্দুর রহিম বাবলু, আবদুল হক, নাঈম উদ্দিন, আবদুল হান্নান, , ফারুক, নয়ন, মনিরুজ্জামান, অনিক আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, ফজলুল করিম, ফিরোজ মাওলা, মাহবুবুল হক প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসের আলো একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য, সমাজের গরীব, অসহায়, মেধাবী ছাত্র-ছাত্রী এবং দুস্থদের পাশে দাঁড়ানো। সংগঠনের প্রধান উদ্যোক্তা মেহেদী মিলন প্রবাসে অবস্থান করে একঝাঁক উদ্যোগী তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছেন। সংগঠনটি অতীতের মতো ভবিষ্যতেও মানবিকতায় ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।