এম, এ মান্নান, বিশেষ প্রতিনিধি, লাকসাম
কুমিল্লায় একদিনে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছেন। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৩৩৫ জন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৩১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭,৪২৮ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) কুমিল্লায় ১৩৭টি নমুনার রিপোর্ট আসে। আগত রিপোর্টে ২৩ জনের পজিটিভ ও ১১৪টি নেগেটিভ। আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ২১ জন ও উপজেলায় উপজেলায় ২ জন। একদিনে নতুন করে কেউ সুস্থ হয়নি।
সূূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) কুমিল্লা জেলায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ জনের। এ পর্যন্ত জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ৪৩,২৯৮টি। তার মধ্যে রিপোর্ট এসেছে ৪৩,০১৫টি। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন ২৮৩টি। প্রাপ্ত রিপোর্টে পজিটিভ ৮,৩৩৫ জন এবং নেগেটিভ ৩৪,৬৮০টি। তাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৩১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭,৪২৮ জন। এখনো হোম আইসলোশান ও হাসপাতালে চিকিৎসাধীন ৬৭৬ জন।
কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, করোনাভাইরাস থেকে পরিত্রাণ পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অন্যদেরকে তা মেনে চলতে উদ্বুদ্ধ করতে হবে। সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।