অশোক দাশ,সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবাসহ মোহাম্মদ রাশেদুল(২৩)নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে সীতাকুণ্ড পৌরসদর বাসষ্ট্যান্ড শ্যামলী কাউন্টারের সামনে থেকে তাকে আটক করেন।
গ্রেপ্তারকৃত আসামী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠাপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত শাখাওয়াত উল্ল্যাহ পুত্র।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো.ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার এস.আই রাশেদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসদর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকামুখি বাস কাউন্টারে একজন লোকের গতিবিধি সন্দেহ হলে দেহ তল্লাশি শুরু করার এক পর্যায়ে শরীলে কৌশলে রাখা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসামীকে থানায় নিয়ে আসেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।
শনিবার বিকালে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে শনিবার ভোর সাড়ে চারটার সময় পৌর সদরের বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্্যাব- ৭ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানে একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ- ২২-৫৪৮৫ থামিয়ে তল্লাশী করে ৩৫৪ বোতল ফেনসিডিল সহ একজন আসামী গ্রেফতার ও প্রাইভেট কারটি জব্দ করে মডেল থানায় সোপর্দ করেন।
আটক মনির হোসেন(২০) চট্টগ্রামের ভুজপুর থানার হেয়াকো হোসেনের কেল এলাকার বাবুল মিয়ার পুত্র।
আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়।