কে এম ইউছুফ :
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাযা আগামীকাল সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।
আজ রবিবার ১৩ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ এর দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত আল্লামা নূর হোসাইন কাসেমী ক’দিন ধরে ইউনাটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানাযা নামাযের পর তাঁর প্রতিষ্ঠিত জামিয়া বারিধারা প্রাঙ্গনে আল্লামা কাসেমীকে দাফন করা হবে।