কক্সবাজার প্রতিনিধি:
চকরিয়া উপজেলার খুটাখালীতে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবি) ৬৮তম শাখা উদ্বোধন করা হয়েছে।
২৪ ডিসেম্বর বৃহষ্পতিবার দুপুরে খুটাখালীস্থ হাফেজ শামসুল আলম নিউ মার্কেটে এ উপলক্ষে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিসিবি খুটাখালী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।
ব্যাংক কর্মকর্তা মাউসুফ উদ্দিন মাসুম’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুরুল হক ও স্বাগত বক্তব্য রাখেন খুটাখালী শাখা ব্যবস্থাপক আবুল ফয়েজ।
ভার্চুয়াল ফ্ল্যাটফর্মে উদ্বোধনি আয়োজনে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জি. রশিদ আহমেদ চৌধুরী।
ভার্চুয়াল ফ্ল্যাটফর্মে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওমর ফারুক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ রেজাউল করিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কায়সার, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক বাহাদুর হক, ব্যাংকের চট্টগ্রাম অঞ্চল পর্যবেক্ষক ও আগ্রাবাদ শাখা ব্যবস্থাপক মুহাম্মদ বেলাল, এ কে খান মোড় শাখা ব্যবস্থাপক আমির হোসেন, লোহাগাড়া শাখা ব্যবস্থাপক মাঈনুদ্দিন আহমেদ সিদ্দিকী, খাতুনগন্জ শাখা ব্যবস্থাপক মহিউদ্দিন মহি, দেওয়ানহাট শাখা ম্যানেজার অপারেশন আশফাকুল হক মিঠুন,খুটাখালী শাখা ম্যানেজার অপারেশন হোস্নে আরা রেনুসহ ব্যাংকের কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।