1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামের মৌলিক বিষয় নিয়ে ঐক্য গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবী: বিচারপতি মুহাম্মাদ আব্দুর রউফ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস । শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে-ব্যারিস্টার সজিব গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নবীগঞ্জ সবজি দোকান আগুন  প্রায় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি তিতাসে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ! ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর ! ঠাকুরগাঁওয়ে ১০৫ টি ইটভাটায় পরিবেশের সর্বনাশ অবৈধ ৯৯ টি ! ঠাকুরগাঁওয়ে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সচেতনতা সভা

ইসলামের মৌলিক বিষয় নিয়ে ঐক্য গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবী: বিচারপতি মুহাম্মাদ আব্দুর রউফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৭১ বার

নিজস্ব প্রতিবেদক :
রাসুলুল্লাহ সঃ এর ওফাতের পর হতেই উম্মাহর মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ পরিলক্ষিত হলেও সমকালীন আলেমগণ তা হতে উত্তোরণের পথ খুঁজে বের করে উম্মাহকে এক কাতারে নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমাদেরও সকল মত-পথের উর্ধ্বে উঠে এক উম্মাহ নীতিতে পথ চলার বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করেন।

গত শুক্রবার সমন্বিত স্কলার্স ফোরাম ‘ইক্যুয়িটি’ কর্তৃক আয়োজিত “বাংলাদেশে ওলামায়ে কেরামের ঐক্যের প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া: সমস্যা ও সমাধান” শীর্ষক জাতীয় সেমিনারে সকল আলোচকগণ ইসলামের মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে একমত হন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে ইক্যুয়িটির সেক্রেটারি এডভোকেট খালিদ ইয়াহইয়ার উপস্থাপনায় প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. মোঃ ইউছুফ আলী।
সেমিনারে আলোচনা করেন দৈনিক ইনকিলাবের
নির্বাহী সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান, আমীরে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী,
খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. যোবায়ের মুহাম্মদ এহসানুল হক, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সহ সভাপতি শায়খ ড. আব্দুল্লাহ ফারুক, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল শায়খ ড. খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির মহাসচিব শায়খ মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইক্যুয়িটি প্রেসিডেন্ট প্রফেসর ড. শাফী উদ্দিন মাদানী।

বিচারপতি আব্দুর রউফ বলেন, সকল ভেদাভেদ ভূলে এক কাতারে শামিল হতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ দিশেহারা হয়ে পড়বে। দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে সকলকে ইসলামের মৌলিক বিষয়ে একমত হওয়া এখন সময়ের মৌলিক দাবী। উপস্থিত সকল আলোচকগন মৌলিক বিষয়ের উপর ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত পোষণ করেন।

মাওলানা কবি রুহুল আমিন খান বলেন,
আমরা দেখতে পাচ্ছি চিন্তাগত ঐক্যে হচ্ছে এবং ধর্মীয় সর্বমহলে চিন্তা চেতনা বৃদ্ধি পেয়েছে এটি আমাদের জন্যে ইতিবাচক, ঝগড়া -বিবাদে শক্তি লোপ পায় তাই মুসলিম ধর্মীয় নেতাদের এগুলো বাদ দিয়ে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে।ইখতেলাফ বা মতভেদ থাকতেই পারে সেটা যেনো প্রকাশ্য না হয় মতভেদ বিষয়গুলো নিয়ে অভ্যন্তরীন ভাবে আলোচনা করে সমাধান করার উদ্যোগ নিতে হবে।যে সকল ফরজ বা ওয়াজিব বিষয়ে মতভেদ নেই সেগুলো বিষয় হলেও ঐক্যমত হওয়া সময়ের দাবী।

মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী বাংলাদেশকে তাওহীদি দ্বীপের সাথে তুলনা করে বলেন, স্বাধীনতা, ভৌগলিক ও শরীআহ্ দিক হতে ঐক্য আমাদের জরুরী এ বিষয়টা সর্বমহলের উপলব্ধি করা প্রয়োজন। সব বিষয়ে ঐক্যবদ্ধ প্রয়োজন নেই মৌলিক বিষয়ের উপর ঐক্য করলেও জাতি উপকৃত হবে।

মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. খলিলুর রহমান মাদানী বলেন,
ঐক্যের মূলভিত্তি হলো পবিত্র কুরআনুল কারীম,এই কুরআনুল কারীম হলো আল্লাহর রশি তাই আমাদের সকলের সকল দল মত বা মতভেদ ভূলে গিয়ে আল্লাহর রশি ধরে ঐক্যবদ্ধ হতে হবে।নিজেদের ভিতরে ভূলবুঝাবুঝি বা সমস্যা থাকতেই পারে তা সংশোধনের উদ্দেশ্য ব্যাক্তি পর্যায়ে বলার অভ্যাস গড়ে তুলতে হবে, কোনভাবেই যেনো আমাদের জবান দিয়ে আমরা প্রকাশ্য কারও বিরোধিতা না করি। ছোট-বড় সকল স্তরের সকলে মিলে বিক্ষিপ্ত না হয়ে পার্থক্য না করে একত্রিত হওয়া সময়ের অপরিহার্য।

অধ্যাপক ড. আহমদ আবদুল কাদির বলেন, ঐক্যবদ্ধ যদি আমরা না হতে পারি অন্তত অনৈক্যর কাজ বা কথা যেনো আমরা ময়দানে না বলি। তিরস্কার বাদানুবাদ বন্ধ করে দ্বীনের স্বার্থে দলাদলী বন্ধ করে এগিয়ে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম