1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে মদ সেবন পাঁচজনের মৃত্যুর রহস্য উদঘাটন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
||স্বাধিনতার ৫৩ বছর পার|| সহযোদ্ধারা সরকারী গেজেটভূক্ত হলেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বাঁশখালীর মজিবুল হক ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয় কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি 

রাজশাহীতে মদ সেবন পাঁচজনের মৃত্যুর রহস্য উদঘাটন

মঈন উদ্দীন :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ১৮১ বার

রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশানো মদে মৃত্যু হয়েছে পাঁচজনের। আজ সোমবার (০৪ জানুয়ারি) নগর পুলিশ নিশ্চিত করেছেন। এই ঘটনায় জড়িত থাকার দায়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- সাগরপাড়ার মৃত পবিত্র সিং এর ছেলে পরিমল সিং (৬০), একই এলাকার পরিতোষ সিং এর ছেলে বাপ্পা সিং (২৮), বল্লভগঞ্জ সাগরপাড়ার হাসেম আলীর ছেলে মো. সাজু (৩০), সিপাইপাড়ার মৃত আঃ রউফ মতিনের ছেলে ইফতেখার হোসেন সুমন (৫০)।

পুলিশ জানায়- গত কয়েকদিনে রাজশাহী মহানগরীতে মদ সেবন করে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এনিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম মৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের এবং চিকিৎসাধীন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতারকৃত করে।
এসময় গ্রেফতারকৃত আসামীদের থেকে ৩টি কাঁচের তৈরি মদের খালি বোতল, টিউনিং মদ (মিশ্রিত মদ) তৈরির তরল পদার্থ ভর্তি ১টি প্লাস্টিকের তৈরি বোতল, তেতুলের বিচি ভর্তি ১টি কাঁচের বোতল, কমলা কালারের ৫০ গ্রাম গুড়ো রঙ, ২৯টি টিন ও প্লাস্টিকের তৈরি কর্ক, ১১টি কর্কের নিব ও ৫০টি কর্কের প্রটেকশন, এ্যাকোহল ভর্তি ২টি প্লাস্টিকের বোতল উদ্ধার হয়।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান- উদ্ধারকৃত আলামতগুলির রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া গ্রেফতারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা অতিরিক্ত লাভের আশায় বিদেশী মদের সাথে রেক্টিফাইড স্পিরিটসহ অন্যান্য উপকরণ মিশিয়ে এক বোতলকে একাধিক বোতলে পরিণত করে মদগুলো মৃত ও অসুস্থ ভিকটিমদের কাছে বিক্রয় করেছিলো।
তিনি আরও বলেন, অসুস্থ ব্যক্তিদেরকে গ্রেফতারকৃতদের ছবি দেখানো হলে তারাও এদেরকে মদ বিক্রেতা হিসেবে সনাক্ত করে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা (বোয়ালিয়া মডেল থানা- মামলা নং-০৪, তাং-০৩/০১/২০২১ খ্রিঃ) দায়ের করা হয়েছে। জড়িত সকলকে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সক্রিয় রয়েছে। মদের উৎস সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য কঠোর অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম