খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার, মোংলায় আপন চাচা হত্যা মামলার আসামী ভাতীজা শেখ ইয়াসিনকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শনিবার সন্ধ্যায় বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে তাকে আটক করে গভীর রাতে তাকে মোংলা থানায় হস্তান্তর করে র্যাব।
মোংলা উপজেলার দ্বিগরাজ এলাকার মুদি ব্যবসায়ী শেখ আলী আজমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে আপন ছোট ভাই ফরিদ ও ওই ভাইয়ের এক মাত্র ছেলে শেখ ইয়াসিন। এব্যাপারে থানায় মামলা হলে এ মামলার ১৫দিন পলাতক থাকার পর আসামী ভাতীজা শেখ ইয়াসিনকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শনিবার সন্ধ্যার সময় বাগেরহাটের কাটাখালীর মোড়ে সন্দেহভাজন ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। রাতেই আটক ইয়াসিনকে মোংলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে মোংলার দিগরাজ এলাকার মুদি ব্যবসায়ী শেখ আলী আজম (৫২) তার মুদী দোকানের পাওনা টাকা চাওয়ায় আপন ছোট ভাই শেখ ফরিদের সাথে বাকবিন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট ভাই শেখ ফরিদ ও ছেলে শেখ ইয়াসিন (২৫) আলী আজমকে মারধর এবং দা দিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা অবনতি হলে ২৬ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতে মোংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার ১৪ দিনের মাথায় পলাতক আসামী শেখ ইয়াসিনকে আটক করে থানায় সোপর্দ করলে আজ রোববার সকাল সাড়ে ১০টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং এ হত্যা মামলার প্রধান আসামী আপন ছোট ভাই শেখ ফরিদকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গির আলম।