কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম :
আল্লামা শাহ আহমদ শফি রহ. এর অস্বাভাবিক মৃত্যু’ দাবী করে আদালতে স্বজনদের দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের সূত্রে তদন্তে আজ হাটহাজারী মাদরাসায় আসলেন পিবিআই কর্মকর্তারা।
বিভাগীয় পুলিশ সুপার (পিবিআই) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে তদন্ত দলে রয়েছেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (পিবিআই) নাজমুল হাসান। সাথে রয়েছেন হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল ১১ টার দিকে তদন্তদল হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাদরাসার অন্যান্য সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন।
উল্লেখ্য, হাটহাজারী মাদরাসার মুহতামিম ও কওমি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা শাহ্ আহমদ শফি ১৮ সেপ্টেম্বর ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
১৭ ডিসেম্বর চট্টগ্রাম জুডিশিয়াল মেজিষ্ট্রেট কোর্টে মরহুমের শ্যালক বাদি হয়ে অস্বাভাবিক মৃত্যু দাবী এবং আলোচিত ৩৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মরহুমের দুই ছেলে সহ ঢাকায় সাংবাদিক সম্মেলনও করেন তারা। কোর্ট পিবিআইকে ১ মাসের ভেতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় কোর্ট।