1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিমানবন্দরে ৩০ পিস সোনার বারসহ এক যাত্রী আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
||স্বাধিনতার ৫৩ বছর পার|| সহযোদ্ধারা সরকারী গেজেটভূক্ত হলেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বাঁশখালীর মজিবুল হক ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয় কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি 

বিমানবন্দরে ৩০ পিস সোনার বারসহ এক যাত্রী আটক

( টঙ্গী, উত্তরা) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ১৯০ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০পিস স্বর্ণের বার ও ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার সহ কাতার ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। আটকৃত যাত্রীর নাম মো: নজরুল ইসলাম (৪০)। জব্দকৃত সোনার ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। পরে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জিঞ্জাসাবাদ শেষে যাত্রী নজরুলকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মো: কবির হোসেন আজ বুধবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধৃত মামলার এজাহারভুৃক্ত আসামী মো: নজরুল ইসলামের পিতার নাম মোহাম্বমদ মিয়া। কুমিল্লা জেলার লাকসাম থানার সাতগুড়িয়া গ্রামে তার বাড়ি। নজরুলকে কাল বৃহস্পতিবার জিঞ্জাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কাতার এয়ারলাইন্সের (কিউআর -৬৩৮ নম্বরের একটি ফ্লাইট হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন মো: নজরুল ইসলাম। তিনি বিমানবন্দরে নামার পর গ্রিন চ্যানেল দিয়ে বাহিরে বের হবার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে করে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। পরে জানতে চাওয়া হয় তার কাছে কোন সোনা আছে কি না ? জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তিনি তা অস্বীকার করেন। এরপর যাত্রী নজরুলের শরীর তল্লাশি করা হয়। তল্লাশীর এক পর্যায়ে তার শরীরের লুকানো অবস্থায় ৩০পিস স্বর্ণের বার ও ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারসহ তাকে হাতেনাতে আটক করে। এ ঝটিকা অভিযানে নেতৃত্ব দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ।

তিনি আরও জানান, জব্দ করা ৩০ পিস সোনার বারের প্রতিটির ওজন ১১৬ গ্রাম করে। যার মোট ওজন ৩ হাজার ৪৮০ গ্রাম। প্রাথমিক জিঞ্জাসাবাদে আটক যাত্রী বিদেশ থেকে দেশে সোনা আনার কথা স্বীকার করেছে। জব্দকৃত সোনা ঢাকা কাস্টমস হাউজে জমা করা হয়েছে। আটক যাত্রীকে মঙ্গলবার মধ্যরাতে বিমানবন্দর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এঘটনায় বিমানবন্দর থানায় সোনা চোরাচালান আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম