আলমগীর হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:আফরিন সামিউন ফৌজিয়া ৮ নামে কুমিল্লার পার্কের পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
বৃহস্প্রতিবার বিকাল ৪.৩০ মিনিটে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস ফেরাডাইজ পার্ক এর পুকুরে পড়ে তার মৃত্যু হয়।নিহত স্কুল ছাত্রী লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের শেখ রাছেল সড়ক এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি তোরাবগঞ্জ ইউনিয়নের সচিব। সে লক্ষ্মীপুরে ইলেভেন কেয়ার একাডেমীর ২য় শ্রেনীর ছাত্রী।
নিহতের পিতা গিয়াস উদ্দিন জানায়,বৃহস্প্রতিবার ইলেভেন কেয়ার একাডেমীর উদ্যোগে সকল ছাত্র-ছাত্রীদের কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস ফেরাডাইজ পাকর্ ভ্রমণ নেওয়া হয়। বিকাল সাড়ে ৩ টা মেয়ে সাথে আমার ফোনে কথা হয়। সাড়ে ৪ টার দিকে পিকনিক স্পট থেকে এক শিক্ষক ফোন করে জানায় পার্কের ভিতরে পুকুরের গোসল করা সময় ঠা-া জনিত রোগে আক্রান্ত হলে কুমিল্লা হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন আমার মেয়েকে ওরা খুন করেছে। সে পুকুরের পানিতে ডুবে মরে নাই। এক পযার্য় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
প্রধান শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করা হলে শিক্ষক দেলোয়ার বলেন,পার্কের ভিতরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাত ৯ টার দিকে কুমিল্লা থেকে নিহত শিশু আফরিন সামিউন ফৌজিয়া লাশ এসে পৌছে।