ঢাকা মহানগর দক্ষিণ এর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এর কমিটি গঠন নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ||
করোণা পরিস্থিতির ২য় ধাপের বিবেচনায় আগামী মার্চ মাস পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল জেলা-উপজেলা, থানা,ওয়ার্ড ইউনিট গুলোর সম্মেলন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে মাঠ পর্যায়ের যাচাই-বাছাই, চুলচেরা বিশ্লেষণ চলছে। বিগত উপ-নির্বাচন গুলো এবং পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ এর প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তগুলো ইতিবাচক ধারা বহন করছে; স্বভাবগত ভাবেই ইংগিত করা যাচ্ছে যে দলের দুঃসময়ের ত্যাগী-নেতা কর্মীরা, ১/১১ প্রেক্ষাপটে রাজপথে সাহসী ভূমিকা পালন করা নেতৃবৃন্দ ই দীর্ঘদিন এর কাঙ্ক্ষিত মূল্যায়ন পেতে যাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর চিত্র কিছুটা ভিন্ন। ইতোমধ্যে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত কে উপেক্ষা করে বিভিন্ন কাউন্সিলর দের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর কমিটিতে ঠাঁই দেয়া হয়েছে এবং গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে যে ১/১১ এ পরীক্ষীত নেতৃত্ব বাদ দিয়ে থানা-ওয়ার্ড কমিটিগুলোতে হাইব্রিড, ব্যবসায়ী এবং কমিশনারদের প্রাধান্য দিতে মরিয়া মহানগর শীর্ষ নেতৃবৃন্দ।ঢাকা-০৫ আসনের উপ-নির্বাচনে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ এর সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যাত্রাবাড়ী থানা ও এর আওতাধীন ৯টি ওয়ার্ড কমিটি গঠন নিয়ে অনেকের মাঝেই কৌতূহল বিরাজ করছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন কোন সংসদ সদস্য জেলা,উপজেলা বা থানা কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক এর দায়িত্বে থাকতে পারবেনা;সেক্ষেত্রে বর্তমান যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ এর সভাপতি সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু নিয়মানুযায়ী সভাপতি পদে বহাল থাকছেন না।
সেক্ষেত্রে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ এর সভাপতি প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করা ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মান্নান আলোচনায় রয়েছে, সভাপতি হিসেবে আলোচনায় রয়েছে বর্তমান সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না যদিও দীর্ঘ ২৪/২৫ বছর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেও আজ অবধি থানা কমিটি পূর্ণাঙ্গ করতে না পারা,সদ্য সমাপ্ত ঢাকা-০৫ উপ-নির্বাচনে প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পালনে রেকর্ড পরিমান অনিয়ম,স্বেচ্ছাচারিতার দরুন কম ভোট এর ব্যর্থতা তার কাঁধে।যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে চমক থাকছে বলে আভাস পাওয়া গেছে। জানা গেছে, ১/১১ এ জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে প্রশংসনীয় ভূমিকা পালন করা তৎকালীন মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং বর্তমান মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শান্তনুর খান শান্ত দলীয় প্রধানের গুডবুকে রয়েছেন। ২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান শান্তনুর খান শান্ত।আওয়ামী লীগ এর বিরোধী দলীয় সময়ে সন্ত্রাস বিরোধী এক সভায় নিজ দলীয় বিদ্রোহী গ্রুপ তাকে মারাত্মকভাবে জখম করে এবং দাঁত উপরে ফেলে। বিভিন্ন ছবিতে দেখা যায় বিএনপি-জামাতের নৈরাজ্য ও পেট্রোল বোমা সহিংসতায় শান্তনুর খান শান্তর সরব ভূমিকা। তবে অত্যন্ত পরিতাপের বিষয় এরকম ত্যাগী,নির্যাতিত তুমুল জনপ্রিয় ছাত্রনেতা কে গত দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬৫নং ওয়ার্ড এর কাউন্সিলর মনোনয়ন না দিয়ে বিএনপি পন্থী একজন ঠিকাদার কে মনোনয়ন দেয়া হয়। ইতোমধ্যে তৃণমূলের অনেক নেতাকর্মী যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই শীর্ষক ব্যানার-পোস্টারে শান্তনুর এর পক্ষে গণজোয়ার সৃষ্টিতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে দেখা গেছে ১/১১ এ শেখ হাসিনার মুক্তি আন্দোলনের সাহসী সাবেক এ ছাত্রনেতা, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হওয়া সত্বেও দনিয়া,ধলপুর,ধোলাইপার,সায়েদাবাদ,যাত্রাবাড়ী এসবের গন্ডি পেরিয়ে ডেমরা কদমতলী সর্বত্র ব্যাপক জনপ্রিয়। ডেমরা থানা আওয়ামী লীগ এ আগের কমিটিই পুনর্বহাল থাকার সম্ভাবনা খুবই দৃঢ়।