সফিকুল ইসলাম রিপন : বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ) এর পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাব ও ডিএসইসি’র নির্বাচনে বিজয়ী ৩ সদস্যকে সংবর্ধিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ১৬ ফেব্রুয়ারি বেলা ১২ টায় রাজধানীর নয়া পল্টনস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি সাহিদুল ইসলাম বলেন, “সংগঠনের মূল উদ্দেশ্য আবাসন ব্যবস্থা হলেও আমরা সদস্যদের নিয়ে নানামুখী কর্মকান্ড চালিয়ে যাবার চেষ্টা করি। এরই ধারাবাহিতায় আগামিকাল সংগঠনের বিজয়ী তিন সদস্যকে সংবর্ধিত করছি।” সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জাফরুল আলম বলেন, “সংগঠনে আমাদের প্রধান অস্ত্রই হচ্ছে স্বচ্ছতা। প্রতিষ্ঠাকাল থেকেই সততা আর স্বচ্ছতাকে পূঁজি করেই হেঁটে চলছি।”
এর আগেও সংগঠনের দুই সহ-সভাপতি ও এক সিনিয়র সদস্যকেও সংবর্ধনা দেয়া হয়েছিল বলে সংগঠন সূত্রে জানা যায়।
জানা যায়, গত ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব নির্বাচন ও ২৫ জানুয়ারি ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সংগঠনের সিনিয়র সদস্য শাহনাজ পলি নির্বাহী সদস্য ও ডিএসইসি’র নির্বাচনে বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাফরুল আলম সদস্য পদে দ্বিতীয় ও শামসুল আলম সেতু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এ উপলক্ষে আগামিকাল নয়া পল্টনের একটি অভিজাত রেস্টুরেন্টে বিজেএফ’র পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আবাসন ব্যবস্থা নিশ্চিত করণে সংগঠনের যাত্রা শুরু হয়। সেই সাথে বাৎসরিক বনভোজন, সদস্যদের বিভিন্ন ক্ষেত্রে অবদান তুলে ধরা এবং তাদেরকে সংবর্ধিত করা হয়। এছাড়া গণমাধ্যমে সংবাদযোদ্ধাদের ওপর নির্যাতন-নিপীড়ন নিয়েও প্রতিবাদ করা হয় সংগঠনের পক্ষ থেকে।