আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে গত মঙ্গলবার বিকেলে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। সংবাদকর্মী ময়নুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে খেলাটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মৎস্যজীবি লীগের জেলা সভাপতি নুর-এ হাবীব টিটন উভয় দলের প্রত্যেক খেলোয়াড়দের হাতে ‘পরিবেশ বান্ধব গাছ ও মেডেল’ তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী প্রামানিক গিনি, আলীমুল আলীম আরাফাত আহাদ, সাবেক বিভাগীয় ক্রিকেটার আয়নুল হোসেন, সমাজকর্মী সবুজ মিয়া, ক্রিকেটার হামিদুর রহমান, বসুন্ধরা ফ্যান গ্রুপের জেলা সাধারন স¤পাদক রায়হান তামিম, ক্রিকেটার বিকাশ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন জুয়েল রানা ও রাব্বী। প্রধান অতিথী টিটন বলেন, সুস্থ বিনোদন ও খেলাধূলায় পারে যুব সমাজকে মাদকমুক্ত করতে। তাই পড়াশুনার পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য খেলাধুলায় বেশি করে যুব সমাজকে মনোনিবেশ করতে হবে।
উক্ত খেলায় অংশ গ্রহন করেন লক্ষ্মীপুর সেরা ক্রিকেট একাদশ বনাম দারিয়াপুর সেরা ক্রিকেট একাদশ। লক্ষ্মীপুর সেরা ক্রিকেট একাদশ ৪১ রানে দারিয়াপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে। টসে হেরে লক্ষ্মীপুর ক্রিকেট একাদশ ব্যাটিং এ নেমে নির্ধারিত ১৬ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ২০১ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে দারিয়াপুর ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান করে। লক্ষ্মীপুর সেরা ক্রিকেট একাদশ দলের পক্ষে সর্বোচ্চ রান করে আনারুল ৬৫ ও বিশ্বজিৎ ৫৪। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন লক্ষ্মীপুর ক্রিকেট একাদশের সৌরভ। প্রীতি ম্যাচটি শুরু আগে লক্ষ্মীপুর আদর্শ বিদ্যানিকেতনের খুদে শিক্ষার্থীদের নিয়ে উভয় দলের খেলোয়াররা জাতীয় সংগীত পরিবেশন করেন।