হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সবসময় মাস্ক পরেন এবং সবাইকে মাস্ক পরতে বলেন।তাই রোগবালাই থেকে মুক্ত থাকতে আপনারাও নিয়মিত মাস্ক পড়–ন।মাস্ক পরলে শুধু করোনা থেকে নয়,ধুলোবালি থেকেও রক্ষা পাওয়া যায়।তাতে ঠান্ডাজনিত রােগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।তিনি বুধবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌরসভার মুজিব মঞ্চে হতদরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।দেরিতে শীতবস্ত্র বিতরণের বিষয়ে তিনি বলেন, ‘ আপনারা জানেন কিছুদিন আগে পৌরসভা নির্বাচন ছিল। কেউ যাতে বলতে না পারে পৌরসভা নির্বাচনের আগে আগে কম্বল বিতরণ করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছি,সেজন্য নির্বাচনের পর বিতরণ করছি।’কম্বল বিতরণকালে তার সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সঞ্চিতা বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু , অর্থ সম্পাদক বাবু গােপাল চন্দ্র সরকার,জেলা আওয়ামীলীগের সদস্য সরকার গােলাম ফারুক,পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক,আওয়ামী যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম,ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগ,যুবলীগ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সহ ১ হাজার ৩ শ ‘হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেছেন।এ ছাড়া উপজেলা নির্বাহী অফিস,থানা পুলিশ,স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শ্রেণিপেশার আরও ৩৫০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।