জামাল উদ্দিন :
একতার শক্তি, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে ঢাকাস্থ কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠা বাষিকী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৪ জানুয়ারী ঢাকার রামপুরাস্থ ইমপেরিয়াল কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সমিতির মূল উদ্দেশ্য ঢাকায় বসবাসরত ঢালুয়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, সেবা-সহযোগিতা, সমঝোতা, সততা, দারিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণ।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কিনারা গ্রুপের পরিচালক কুলসুম পপি, প্রধান অতিথি নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, বিশেষ অতিথি এনআরবি সিআইপি এম এ গোলাম কবির ভূঁইয়া, এডভোকেট আবুল হাশেম, সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্ট, আবুল খায়ের তালুকদার সভাপতি, মিরপুর ইলেকট্রিক এসোসিয়েশন, দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক শেখ শাহজাহান সাজু, সদস্য সচিব সুপ্রিম কোর্টের অফিসার জাহাঙ্গীর আলম ভূঁইয়া।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনায় সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া।