খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার, মোংলায় গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে পৌর শহর ৭ নম্বর ওয়ার্ডের জয় বাংলা এলাকা থেকে জাহিদুল ইসলাম জুয়েল শেখ(২৮)কে আটক করে। এসময়ে তার কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক জাহিদুল ইসলাস জুয়েল শেখ জয় বাংলা এলাকার জাহাঙ্গির হোসেনের ছেলে।
মোংলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) লিটন বিশ্বাসের নেতৃত্বে ও সংগীয় পুলিশ অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম জুয়েল শেখ নামের এক মাদক কারবারীকে আটক করে। আটক ওই যুবকের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।