মাহবুব ফেরদৌসি:
দীর্ঘ ১৪বছর কোন ভোট দিতে পারিনি, এবার খুউব অাগ্রহ হল ভোট দেয়ার। বিশেষত ইভিএমের কারণ। কেন্দ্র হতে বেশ দূরে বাসা। বাসা হতে নেমে কোনই পরিবহন পেলাম না, রিক্সায় চেপে ট্রেনে ওঠে ভোটকেন্দ্রে পৌঁছুলাম। কেন্দ্রে পৌঁছে পছন্দের প্রার্থীর কোন পোস্টার এমনকি কোন ব্যক্তিকেই পেলাম না। কেন্দ্রের চারিদিকে ঘুরে ভোট নাম্বারটা জেনে বুথে ঢুকে ৪জনের পর অামার সিরিয়াল। জিজ্ঞেস করলাম অ্যাজেন্ট কেউ নেই! ৩জন লোক বুথের সামনে দাঁড়িয়ে। ওরা মুচকি হাসল। ৪জন ভোটারেরই পর্দা সরিয়ে ঐ৩জনের ১জন ভোটারের সাথে ঢুকে সহযোগিতা করছে! অামি ভাবলাম তারা ইভিএম সহযোগী!
অামি বুথে প্রবেশ করে ১টি মাত্র ভোট দেয়ার সাথে সাথে কনফার্ম বাটন টিপার অাগেই লোকটি ঢুকে ভোটটি ক্যান্সেল করে মাত্র ২/৩সেকেন্ডের মধ্যে তার ইচ্ছেমতো ৩টি ভোটই দিয়ে দিল। ‘ইটস ওকে’ বলেই বেরিয়ে অাসল। অামি বেরিয়ে এসে অবজেকশান দিলে তারা অামাকে সসম্মানে বেরিয়ে যেতে বলল। অামি অারেকটু বচসা করলে একজন অামার হাতটা তার পকেটের সাথে লাগিয়ে বলল: নীচের দিকে সোজা চলে যান। তার পকেটে অস্ত্রের মত কিছু লাগল। অামি নিচে নেমে এলাম। গেইটের সামনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে অাছি। এমন সময় একজন এসে হাত ধরে বলল কথা অাছে, অামার সাথে চলেন। অামি ১০গজের মত তার সাথে অাসলাম। অামি বললাম: বলেন। বলল, কেন্দ্র হতে অাপনার নামে অবজেকশান এসেছে। কিছু বলার সুযোগ না দিয়েই অারো ৭/৮জন অামাকে তাদের সাথে নিয়ে যেতে চাইল। অামি যেতে অপারগতা জানালে চেংদোলা করে নিয়ে গেইটের ভেতরে নিয়ে গেল!
অার লিখতে পারলাম না………
স্যরি!!!
পরে কি হলো কেউ জিজ্ঞেস করবেন না প্লিজ!
“অামরাতো চলে যাচ্ছি; কিন্তু অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বাংলাদেশ রেখে যাচ্ছি!!!???”