আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের গুইমারা উপজেলার উদ্যোগে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কিশোর কিশোরদের অভিভাবক সন্মেলন অনুষ্ঠিত হয়।
১৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় গুইমারা সরকারি কলেজের অডিটোরিয়ামে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের গুইমারা উপজেলা ব্যাবস্হাপক টিটুন চাকমার সভাপতিত্বে সন্মেলনের উদ্বোধন করেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। সন্মেলনে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য তিনি কিশোর কিশোরীদের অভিভাবকদের সচেতনতার সহিত তাদের স্বাস্হ্য ও শিক্ষায় মনোনিবেশ করার আহবান জানান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শান্তনু মহাজন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন প্রমূখ।
১ দিনের এ সন্মেলনে গুইমারা উপজেলার বিভিন্ন পাড়াকেন্দ্রের কিশোর কিশোরীদের প্রায় ১০০ জন অভিভাবক অংশ গ্রহন করেন। তাদের কিশোরী কিশোরীদের সার্বিক বিষয়ে অবগত করে তাদের প্রতি যত্নবান হতে সন্মেলন মূল উদ্দেশ্য তুলে ধরেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের খাগড়াছড়ি জেলার প্রশিক্ষক মোঃ ফারুক হোসেন।