কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় ছেলে আলমগীরের-এর দায়ের কোপে মা আনোয়ারা নিহত হয়েছে।
২ এপ্রিল শুক্রবার সকাল ভোর ৭টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের আমিন পাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা মোঃ হোসেনের-এর ২য় স্ত্রী। পারিবারিক বিরোধের জের ধরে তর্কাতর্কির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমিনপাড়া গ্রামের মোঃ হোসেনের (প্রকাশ লম্বা হোসেন) দুই স্ত্রী।
দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। যার সূত্র ধরে শুক্রবার কথা কাটাকাটির এক পর্যাযে হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎ মা আনোয়ারা বেগমকে মাথায় ধারালো দায়ের কোপ দিলে সে ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর থেকে আলমগীর পলাতক রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি।