হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা থানা পুলিশ ৩ এপ্রিল শনিবার রাতে অভিযান চালিয়ে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মুশফিকুর রহমানের নির্দেশনায় অভিযান চালিয়ে নকলা থানার পুলিশ পাঠাকাটা ইউনিয়নের পাঁচকাহুনিয়া গ্রাম থেকে মৃত মফিজ উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম(২৭) কে ৩শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মুশফিকুর রহমান জানান।