কক্সবাজার প্রতিনিধি।
ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজার শহরের কলাতলী থেকে একটি দেশীয় তৈরি অস্ত্রসহ রায়হান নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে কলাতলী বখতিয়ারঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটক রায়হান বখতিয়ার ঘোনা এলাকার আব্দুর রশীদের ছেলে।
ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানান, একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বখতিয়ার ঘোনা এলাকায় অভিযানে যায় ডিবির টিম।
এসময় রায়হানকে আটক করা হয়। তার বিরুদ্ধে এরআগেও ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।