আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার সরদার পাড়া গ্রামে শনিবার সকালে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের কিল ঘুষিতে হাজেরা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত হাজেরা বেগম শুকুর আলীর স্ত্রী।
জানা গেছে, ওই গ্রামের শুকুর আলীর সাথে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তার ঘিরা সরানো নিয়ে আব্দুল লতিফ ও তার লোকজনের দ্বন্দ্ব চলে আসছিল। এরই একপর্যায়ে উভয়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এসময় লতিফের স্ত্রী হাউসি বেগম চড়াও হয়ে হাজেরা বেগমকে বুকে কিল ঘুষি মারতে থাকে। এতে হাজেরা বেগম গুরুতর আহত এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, হাজেরা বেগমের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।