বিশেষ প্রতিবেদকঃ
চলে গেলেন রুপালি পর্দার জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির শোক।
মিষ্টি মেয়ে কিংবদন্তি সারাহ বেগম কবরীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই, চলে গেলেন চলচিত্র অঙ্গনের আরেকজন কিংবদন্তি চিত্রনায়ক ওয়াসিম। শনিবার রাত ১২ টা ৪০ মিনিটে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
নেতৃবৃন্দ শোকবিবৃতিতে বলেন, রুপালি পর্দার সুপারস্টার ওয়াসিম ১৯৫০ সালের ২৩ শে মার্চ জন্মগ্রহণ করেন।তিনি চলচিত্রের অ্যাকশন, ফোক ফ্যান্টাসির নায়ক হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন।তার অভিনীত উল্লেখযোগ্য চলচিত্র হল রাজমহল, চন্দনদ্বীপের রাজকন্যা, দি রেইন।জনপ্রিয় এই নায়ক দেড়শ এর মত ছবিতে অভিনয় করে কোটি কোটি দর্শকের হৃদয় জয় করেছেন।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানান।অনুরূপ শোক বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।