পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. আব্দুল হাকিম নামের ৮০ বছরের এক রোজাদার বৃদ্ধকে পিটিয়ে গুরতর আহত করেছে প্রতিপক্ষরা। মুমুর্ষ আহতবস্থায় ওই বৃদ্ধকে প্রথমে স্বরূপকাঠি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ওই বৃদ্ধের ছেলে মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগসুত্রে জানা গেছে, উপজেলার জলাবাড়ি ইউনিয়নের কামারকাঠি এলাকার মো. আব্দুল হাকিমের সাথে প্রতিবেশি মো. এবাদুল হকের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন হাকিম গোসল করার জন্য বাড়ির পাশে নদীতে যাবার সময় সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা এবাদুল ও তার ছেলে আরাফাত ও আসাদ লাঠিসোটা নিয়ে হাকিমকে পথরোধ করে। তারা হাকিমকে এলোপাথাড়িভাবে পিটাতে থাকলে হাকিম চিৎকার দেয়। এসময় হাকিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাকে জবিননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা হাকিমকে মুমুর্ষবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।