আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংগঠন কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হন তারা। সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সহ-সভাপতি মাহাবুব আলম মিলন, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার রায়, কলি রাণী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারীর চেতনা ভুলিয়ে দিতে পশ্চিমা সংস্কৃতি থেকে আমদানি করা হয়েছে ‘ভ্যালেটাইন ডে’। একটি মহল জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালী সাহাদের ভুলিয়ে দিয়ে ১৪ ফেব্রুয়ারীকে প্রেম প্রণয়ের দিন হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু ছাত্র সমাজের তেজদীপ্ত আত্মত্যাগের এ অত্যুজ্জল ইতিহাস কোন ব্যবসায়িক প্রচারণার চোরাবালিতে হারিয়ে যেতে দেয়া যাবে না।