নইন আবু নাঈম বাগেরহাট ঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বাগেরহাট সদর উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বৃহস্পতিবার কাঠালতলা গ্রামের মেগনিতলা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।সদর উপজেলার তথ্যসেবা কর্মকর্তা সাবিকুন নাহারের সভাপতিতে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানজিল্লুর রহমান,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,জাতীয় মহিলা সংস্থার বাগেরহাটের চেয়ারম্যান এ্যাড. শরিফা খানম,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম মোল্লা,শেখ জাহিদুর রহমান।সভায় বক্তারা বলেন,সদর উপজেলা তথ্য কেন্দ্রের মাধ্যমে নারীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।নারীদের কর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে হবে,শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানী ও বাল্য বিবাহ রোধ,মাদক এবং জঙ্গীবাদ এর বিরুদ্ধে প্রতিরোধ ও গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহবান জানান বক্তারা।বক্তারা আরও বলেন,নারীরা এখন আর অবলা নয়।নারীরা উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে দেশ বিদেশে সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছেন।তাই শিক্ষা,প্রশিক্ষণ,রাজনীতি সকল জায়গায় নারীদের অর্গাধিকার দেওয়ার কথা ব্যক্ত করেন বক্তারা।উক্ত উঠান বৈঠকে দুই শতাধিক নারীরা অংশগ্রহন করেন।