খোকন মজুমদার
হাজারও মানবের ভিড়ে আমি এক নগন্য মর্ত মানব পরে আছি অবহেলায় কালের কৃষ্ণ কায়ায়;
বেলাশেষের সুরেলা হাওয়ারা নিঃশব্দে এসে আমাকে বলে যায় তোমার গন্তব্যের শেষ কোথায়?
তার উত্তর আমি দিতে পারিনি, পেরেছি শুধু দুচোখের লোনা জলে রঙহীন আজকের এ বিকেলের ছায়াছন্ন পল, অনুপল, দন্ড প্রহরে হারিয়ে যাওয়া অতীতের মনের দেয়ালে প্রতিবিম্ভিত হওয়ার নিঃশব্দে আসা এ বর্ণনা টুকু।
তবুও কোনো এক শেষ প্রহরে, নির্ঘুমে, চেতনে, অবচেতনে হারানো শুভ্রছায়া যদি এসে হাত বাড়ায় –
একি তবে আমার আজ একাকিত্ব চলার অলৌকিক কোনো আকাঙ্খা?
জানি না আমি!