মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে পথ শিশুদের নিয়ে ভিন্ন আয়োজন করেছে ঝিনাইদহের অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাপী চোখে ভালোবাসা’। পথশিশুদের সাথে ভালোবাসা বিনিময় উপলক্ষে শিশুদের মাঝে খাবার ও খেলনা বিতরণ করে সংগঠনটি। শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, পাপী চোখের ভালোবাসা সংগঠনের পরিচালক ইমু চৌধুরী, কবি সুমন শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিউটিফুল ঝিনাইদহ পেজের প্রধান উপদেষ্টা তারেক মাহমুদ জয়, ও পরিচালক জাসিম আল মেরাজ, মাদার তেরেসা সংগঠনের সুরভি ইসলাম, ঝিনাইদহ সততা ফাউন্ডেশনের আরিফা ইয়াসমিন লিম্পা, মনিরুজ্জামান রাসেল, কে পি বসু ব্লাড ডোনার ক্লাব এর মামুন হুসাইন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৫০ জন পথশিশুদের মাঝে খাবার ও খেলনা সামগ্রী বিতরণ করা হয়।