কক্সবাজার প্রতিনিধি।
২,৯২৫ ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
তারা হলেন- কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার নূর মোহাম্মদের ছেলে রশিদ উল্লাহ (৪০) ও উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোঃ কাছিমের ছেলে মোঃ করিম (৩২)।
শনিবার (৮মে) বেলা দুইটার দিকে শহর এলাকায় ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানান এসপি মোঃ হাসানুজ্জামান।
তিনি জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।