শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগরে আলেমননেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ ইউসুপ রানার সার্বিক তত্তাবধানে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোঃ হযরত আলীর সভাপতিত্বে গত ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে দিনব্যাপী উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও আলেমননেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক মোঃ ইফতেখার হোসেন ভূইয়া। এ সময় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক বিভাগীয় উপ-পরিচালাক জনাব ইন্দু ভূষণ দেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন, মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শামসুল হক, উপজেলা শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমূখ। এছরাও আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহখান মুন, সাবেক ছত্র লীগ নেতা জাকির হোসেন প্যারট, মোঃ মামুন মাদবর, আব্দুল্লাহ আল-মামুন, ইউপি সদস্য আব্দুল সামাদসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থীর অবিভাবক বৃন্দ। অনুষ্ঠানের সঞ্চলনা করেন, বিদ্যালয় শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।