জেসমিন নাহারঃ
ঢাকায় সিনেমার নায়িকা মারজানা জেনিফা।প্রথমে কয়েকটি গানের মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মারজান জেনিফা। এরপর মডেল থেকে সরাসরি নায়িকা। আরেফিন শুভর বিপরীতে ‘মুসাফির’ ছবিতে অভিনয় করে আলোচনায় চলে আসেন জেনিফা।পরের বছর মুসাফির ছবির প্রযোজক জুবায়ের আলমকে বিয়ে করে অভিনয় থেকে দুরে সরে গিয়েছেন।বর্তমানে লাইফস্টাইল কেন্দ্রিক পোশাকের ব্যবসা প্রতিষ্ঠান “ফ্যাশন লাউঞ্জ বাই মারজান জেনিফা” নামে তিনটি পোশাক শোরুমের ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন তিনি। রাজধানীর গুলশান পুলিশ প্লাজা, বসুন্ধরা সিটি,চট্টগ্রামে তার মারজান জেনিফা দ্য ফ্যাশন হাউজ শো-রুম আছে। তিনি নিজেই এগুলো পরিচালনা করছেন।
জুবায়ের আলমের সঙ্গে মারজান জেনিফা।
দেশের করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মীদের সব সময় খোঁজ খবরও রাখছেন জেনিফা। এছাড়া করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করে চলেছেন তিনি। সহযোগিতা করছেন সমাজের নানা শ্রেণির মানুষকে। এরই ধারাবাহিকতায় ঈদ-উল ফিতরে উপলক্ষে নতুন উদ্যোগ নিয়েছেন এ নায়িকা।ঈদ উপলক্ষে প্রিয় অঙ্গনের অসহায় সহকর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।তিনি ১ লাখ টাকা অনুদান দিয়েছেন অসচ্ছল শিল্পীদের জন্য।
নায়িকা জেনিফা বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাতে ১ লাখ টাকা দিয়েছি এবং চট্টগ্রাম, রংপুর,পটুয়াখালীসহ বেশ কয়েকটি জায়গায় আমার সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার পাঠিয়েছি।
তিনি আরও বলেন,সুযোগ পেলেই মানুষের জন্য কিছু করি। এটা আমার কাছে ভালো লাগে। আর চলচ্চিত্রের মানুষদের প্রতি আলাদা দুর্বলতা রয়েছে। তাই শিল্পী সমিতির মাধ্যমে শিল্পীদের ঈদ উপহার দিচ্ছি।