কে এম ইউছুফ ::
হাটহাজারী বাজার থেকে প্রায় ২০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে প্রশাসন।
হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন- ক্রেতাদের সচেতন থাকতে হবে রাক্ষুসে এই মাছ কেনা-বেচায়। কোথাও এই মাছ জীবিত অবস্থায় পেলে মেরে ফেলতে হবে।’ পরিবেশের জন্য এই মাছ মারাত্মক ক্ষতিকর’ যোগ করেন তিনি।
ছবিতে :→ জব্দকৃত মাছগুলো সামনে ফটোশেসনে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এবং মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।