শৈশব আমিরি, সাংস্কৃতিক সংবাদদাতা:
জনপ্রিয় ডিরেক্টর মাহমুদ হাসান রানা পরিচালিত এবারের ঈদ উল ফিতর ২০২১ এ ৩ টি একক ও একটি ৭ পর্বের ধারাবাহিক নাটক দেশের নামকরা জনপ্রিয় বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।পরিচালকের প্রত্যাশা সুস্থ বিনোদন নির্ভর নাটকগুলো দর্শক দেখে খুবই আনন্দ পাবেন এবং কিছু গুরুত্বপূর্ণ মেসেজ পাবেন । তারকাবহুল নাটকগুলো প্রচারিত হবে, RTV, Maasranga ,এবং BanglaVision এ। উল্লেখ্য ,জনপ্রিয় ডিরেক্টর মাহমুদ হাসান রানার অবাক যোগসুত্র নাটকটি এবারের ১০ম আরটিভি স্টার আওয়ার্ড এ পাঁচটি নমিনেশন পেয়েছিল এবং দুটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে।