শাহজালাল শাহেদ, চকরিয়া: কুরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালিত হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে সেই শান্তির অনন্য রহমত। পথহারা হবেনা যুবসমাজ। ধর্ষিত হবেনা কিশোরী, তরুণী, যুবতী। দূর হয়ে যাবে সমাজের যতো অন্যায় অনাচার। পাপাচারের বিরুদ্ধে সকলেই থাকবে সোচ্চার। এটি কেবল আল্লাহর নির্দেশিত ও রাসুল (সঃ) এর দেখানো পথ অনুসরণের মাধ্যমেই সম্ভব। তাই সুন্দর, সমৃদ্ধ ও সুখময় সমাজ বিনির্মাণে কুরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার কোন বিকল্প নেই। রোববার ১৬ফেব্রুয়ারি চকরিয়া উপজেলাস্থ হাজিয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে বক্তারা এসব কথা বলেন। হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট মসজিদের খতিব মাওলানা হাফেজ আবু আইয়ুব আনসারী। এতে আলোচনা পেশ করেন দেশের বিশিষ্ট আলেমেদ্বীন টেকেরহাটের পীর আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী (ঢাকা), শায়েখ মুহাম্মদ জামাল উদ্দিন (ঢাকা), মাওলানা শফিউল হক জিহাদী (কক্সবাজার), মাওলানা হাফেজ বশির আহমদ (চকরিয়া)সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। এসময় মাহফিল পরিচালনা কমিটির পরিচালক মুহাম্মদ আবু হুরাইরার সার্বিক তত্ত্বাবধানে ও সকল সদস্যদের সযোগিতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশাল মাহফিলে ইসলামী সংগীত পরিবেশ করেন শিল্পী মুহাম্মদ নেয়ামত উল্লাহ নিজামী (পেকুয়া), শিল্পী আনোয়ার হোছাইন আজাদ (ঢাকা), প্রবাল শিল্পী গোষ্ঠী ও মোহনা শিল্পী গোষ্ঠী সদস্যবৃন্দ।