কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে এসএ পরিবহনের মাধ্যমে পাচারের আগেই ৪ হাজার ইয়াবাসহ দুইজন কারবারিকে আটক করেছে পুলিশ।
তারা হলো-রামুর রশিদ নগরের সিকদারপাড়ার মৃত সেলিম উদ্দিনের ছেলে মোঃ তারেক উদ্দিন (৩২) এবং মোঃ তারেক উদ্দিনের স্ত্রী ফাতেমা আক্তার (২৪)।
বৃহস্পতিবার (২০ মে) রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালানো হয়।
রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এসএ পরিবহনের মাধ্যমে কৌশলে ইয়াবা পাচার করছিল সংবাদে অভিযান চালানো হয়।
পরে কাউন্টারের ভিতর থেকে স্বামী-স্ত্রীকে চার হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।