এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি :
জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (২১ মে) লাকসাম প্রেসক্লাব মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, মো. আবুল কালাম, শহীদুল ইসলাম শাহীন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক মিজানুর রশিদ, কামাল হোসেন, নুর উদ্দিন, জালাল আজাদ, এম,এ মান্নান,
মোজাম্মেল হক আলম, চন্দন সাহা, তমিজ উদ্দিন চুন্নু, মাসুদুর রহমান, শাহ নুরুল আলম, আহসান উল্লাহ, মাসুদ পারভেজ রনি, মো. জাহিদ, দেবব্রত পাল বাপ্পি, আব্দুল জলিল, জিএমএস রুবেল, আমজাদ হাফেজসহ লাকসামে কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে। রোজিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ তাকে হেনস্তা ও হয়রানির ঘটনায় দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি আগামী দিনে যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হন এজন্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।