ফরিদ আহমেদ নয়ন:
ঋণের বোঝা সইতে না পেরে গাজীপুরের টঙ্গীতে এক যুবক আত্নহত্যা করেছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক রাজিব হোসেন নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন।
নিহতের নাম মো.মামন(২৫)। সে জামালপুর জেলার নান্দিনা গ্রামের মৃত.আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, নিহত মামুন কোন কাজ না পেয়ে দীর্ঘদিন যাবত হতাশায় ভুগছিলেন। নিহতের স্ত্রীর শারমিন আক্তার কাজ করেন একটি পোশাক কারখানায়। তাদের দুটি সন্তান রয়েছে।অভাবের কারণে মামুন এলাকায় অনেকের কাছ থেকে বহু টাকা ঋণ করেন। স্বামীর ঋণ পরিশোধ করতে স্ত্রীর বিভিন্ন নামে পর্যায়ক্রমে বেসরকারি সংস্থা (এনজিও) সহ আরও কয়েকটি সংস্থা ও ব্যক্তির কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। এভাবে তিনি কমপক্ষে কয়েক লাখ টাকা ঋণগ্রস্থ হয়ে পড়েন। এই টাকার সুদসহ কিস্তি তিনি কোনো ভাবেই পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদারেরা বিভিন্ন সময়ে তাঁর বাড়িতে গিয়ে হানা দিতে থাকেন। ঘটনার দিন সকালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ ঘরের সিলিং এর সঙ্গে রশি পেঁচিয়ে আত্নহত্যা করেন।মামুন তার পরিবার নিয়ে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।টঙ্গী পূর্ব থানার পরিদর্শক(তদন্ত) মো.জাহিদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ওই যুবক আত্নহত্যা করেছেন।