মুহাম্মদ নূরুল ইসলাম প্যারিস ফ্রান্স থেকে :
আজ ২৩ মে রবিবার ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশী কমিউনিটি মসজিদ (CCIBF) Stains পরিচালিত মাদ্রাসা হতে হিফজুল কোরআন কোর্সের প্রথম হাফেজে কোরআনকে পাগরী প্রদান করা হয়। পাগরী প্রদান অনুষ্ঠানে সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রোফেসর ঘামগি, মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক আহমাদুল ইসলাম, হিফজ বিভাগের ইনচার্জ হাফেজ কারী বেলায়েত হোসাইন, শিক্ষক মাওলানা বেলাল উদ্দিন, পাগরী গ্রহণকারীরর পিতা জনাব খান হাবীবুর রহমান, মাদ্রাসা কমিটির সদস্য জনাব কামরুল হাসান ও জনাব নুরুল ইসলাম।
হাফেজের নাম: আব্দুর রহমান
পিতা: খান হাবিবুর রহমান
Saint Denis নিবাসী
মাদ্রাসা সুত্রে জানা গেছে, আর দুইজন ২৯ পারা শেষ করেছে খুব শীগ্রই তাদেরকেও পাগরী প্রদান করবেন। এছাড়া ৫জন আছে যাহারা ২০ পারা শেষ করেছে, ৫জন আছে যাহারা ১৫ পারা শেষ করেছে, বাকীরা ৫ থেকে ১০ পারা শেষ করেছে। মাদ্রাসা ও কমিউনিটি ব্যক্তিত্বরা মনে করছেন এই মাদ্রাসা জাতি গঠনে অনেক ভূমিকা পালন করবে । সব শেষে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।