শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি
রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালিকা ২০২১ এর তৃতীয় দিনের খেলা গতকাল শুক্রবার ২৮ মে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত।
খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, অতীশ দশী চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই- জাহান, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, এডভোকেট দীলিপ কুমার দাশ, জসিম উদ্দীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুর রহমান, লায়ন সাহাবুউদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ নুরুল আলম। মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। হলদিয়া ইউনিয়ন বনাম রাউজান পৌরসভার- ২। ডাবুয়া ইউনিয়ন বনাম উরকিরচর ইউনিয়ন ও বাগোয়ান ইউনিয়ন বনাম পশ্চিম গুজরা ইউনিয়ন। হলদিয়া ইউনিয়নকে ৬-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার শিরোপা অর্জন করেন রাউজান পৌরসভা -২। খেলায় প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ট্রাইবেকারে ০-৫ গোলে উরকিরচর ইউনিয়নকে পরাজিত করেন ডাবুয়া ইউনিয়ন। বাগোয়ান ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার শিরোপা অর্জন করেন পশ্চিম গুজরা ইউনিয়ন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ সেলিম উদ্দিন। আগামীকাল বিকাল ৩টায় দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে রাউজান পৌরসভা- ২ বনাম কদলপুর ইউনিয়ন সাথে।