মঈন উদ্দীন:
রাজশাহীতে চার দিনের ব্যবধানে কেজিতে ২২ থেকে ২৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে দাম বেড়ে পাইকারে ৫৫ টাকা ও খুচরায় ৬২/৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা সরবরাহ কম থাকায় অজুহাত দেখালেন। রাজশাহীর সাহেববাজার মাস্টারপাড়ার পাইকারি ব্যবসায়ীরা জানান,, ‘দূর্গাপুর থেকে পেঁয়াজ কিনেছে ২ হাজার ২০০ টাকা মণ দরে। বাজারে পেঁয়াজের আমদানি কম। এছাড়া করোনার কারণে ভারত থেকে পেঁয়াজ আসছে না। তাই দেশি পেঁয়াজের ওপর চাহিদা বেশি হওয়ায় দামে বাড়তি।’ বায়া বাজারের খুচরা ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, খড়খড়ি বাজার থেকে তিনি ২৪শ‘ টাকা দরে পেঁয়াজ ক্রয় করেছেন।
অন্য পাইকারি ব্যবসায়ীরা জানান, ২ হাজার ৪শো থেকে ২৫শো টাকা মণ দরে পেঁয়াজ কিনতে হচ্ছে। তবে দাম বাড়ার কারণ জানা যাচ্ছে না। বেশি দাম দিয়ে কিনলে তো বেশি দামে বিক্রি করতেই হবে। আমরা পাইকাররা সীমিত লাভে মাল ছেড়ে দেয়।
ক্রেতারা জানান, ‘গত শনিবার ৩৫ থেকে ৪০ টাকায় দরে পেঁয়াজ কিনেছি। আজ বৃহস্পতিবার ৬৫ টাকা। মাঝে যদিও কিছু দিন কম ছিলো। কিন্তু আবার পেঁয়াজের আগের অবস্থার দিকে যাচ্ছে।
তারা আরও বলেন, বিক্রেতারা দাম বাড়ার কারণ ঠিকঠাক বলতে পারে না। শুধু তারা সরবরাহ কমের অজুহাত দেয়। তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের বাজার মনিটরিং দরকার।’